নবীন কবিদের বই প্রকাশে প্রায় সময় অনীহা প্রকাশ করে থাকেন প্রকাশকরা। এজন্য ‘একুশের সংকলন’ নামের একটি পত্রিকা নবীন কবিদের প্রথম বইয়ের প্রকাশনায় নতুন ধরনের উদ্যোগ নিয়েছে। কবি মারুফ রায়হান সম্পাদিত পত্রিকাটি ২০ বছর যাবত প্রতি একুশে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়ে আসছে।
ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছর অন্তত একজন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশের ব্যবস্থা করেছে একুশের সংকলন। নবীন কবিদের জন্য কবি-অভিষেক শীর্ষক ব্যতিক্রমী এই আয়োজনটি ২০২১ থেকে শুরু হয়েছে। আগামী বছরও একুশে স্মরণে অন্তত একজন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশ করা হবে।
২০২৬ সালের জানুয়ারির শেষ সপ্তাহে কবি-অভিষেক উৎসবে অভিষিক্ত নবীন কবিকে উপহার হিসেবে নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে কবির সদ্য প্রকাশিত বইটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট কবিরা, কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশিত হবে, থাকবে কবির অনুভূতি এবং পাঠকদের জিজ্ঞাসার উত্তর।
এ জন্য দেশের নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর। পূর্ণাঙ্গ পরিচিতিসহ কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফয়ে পাণ্ডুলিপিটি (কমপক্ষে ৪০টি কবিতা) নিচের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫। ইমেইল অ্যাড্রেস: marufraihan71@gmail.com