Posts

উপন্যাস

দুই পৃথিবী পর্ব ২

October 26, 2025

Lamiya

206
View

চরিত্র বলি : রায়ান চৌধুরী তরুণ ব্যবসায়ী পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না তাই একা থাকে। 

ভিক্টর লুকাস চৌধুরী : রায়ানের বড় ভাই রাজনীতিবিদ (এমপি)  গল্পের খলনায়ক। 

মাইকেল চৌধুরী : নায়কের বাবা  একজন সৎ ব্যবসায়ী শান্ত স্বভাবের মানুষ। 

লুইস চৌধুরী : নায়কের মা  গৃহিণী ভালো মানুষ। 

হেনরি চৌধুরী : নায়কের চাচা  ব্যবসায়ী ভালো মানুষ।  

হেলেন চৌধুরী : নায়কের  চাচি গৃহিণী ভালো না। 

নায়কের দাদু : থমাস চৌধুরী খুবই রাগী স্বভাবের মানুষ সবাই খুব সম্মান করে দুই  নাতনিকে নিয়ে বাহিরে থাকেন।

এঞ্জেলিনা চৌধুরী : নায়কের চাচাতো বোন ভালো মেয়ে। 

জায়ের চৌধুরী: নায়কের ছোট  চচাচাতো ভাই ৯বছরের দুষ্টু ছেলে। 

লারা গ্রেস ও নিকা গ্রেস: নায়কের দুই ফুপাতো বোন বাবা মা ছোটবেলায় কার এক্সিডেন্টে মারা যান তারপর থেকে বাহিরে দেশে নানার সাথে থাকেন।  লারা খুব ভালো একটা মেয়ে নিকা ভালো না। 

নায়িকার চরিত্রাবলী :  নিরা খান :  মুসলিম মেয়ে কলেজে পড়ে শান্ত কিন্তু সাহসী 

সাজ্জাতদুল খান :  নায়িকার বাবা  মুদি দোকানদার ধার্মিক মানুষ। 

ফারহানা খান : নায়িকার মা গৃহিণী ধার্মিক নারী। 

নাইরা আল সিদ্দিক : নায়িকার  বেস্টফ্রেন্ড একসাথে কলেজে পড়ে ভালো মনের মেয়ে 

  

ভুল হলে মাফ করবেন 

Comments

    Please login to post comment. Login