Posts

গল্প

আত্নগোপণ

October 27, 2025

জীবন্মৃত সুহাস

Original Author নিজ

86
View

“ বিধাতার সৃষ্ট সৃষ্টিও যখন সৃষ্টিকর্তা হয়ে শিকড় ভুলে যায় - প্রয়োজনীয় উপাদানের অভাবে রহস্যময়ী ত্যাগ হবে সেই স্বাভাবিক এবং ধরণী সুখের ছায়া হতে বঞ্ছিত হবে ইহা বাঞ্ছনীয় । সৃষ্টির সেরা যখন তুচ্ছদের তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করবে না তখন নিকৃষ্ট উপাধিতে ভূষিত হবে এ অস্বাভাবিক কিছু না । মানবকূলের মানবজাতি বড়ই অকৃতজ্ঞ । যে জাতি সৃষ্টির উদ্দেশ্যই বদলে দেয় ইহা ইবলিসের জয় ব্যতীত অন্য কিছু না ! দুনিয়াবী বিচারকেরা ও একদিন বিচারের আওতায় যাবে সে কথা অকপটেই ভুলে যাওয়া আর পাষন্ড হয়ে ঊঠা নিছকই ছেলে খেলা নয় । এ ব্যাপারে বর্ণিত - “ তারা পশুর মতো বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট ।”" ---

বিশাল বড় খাতায় এতটুকু লিখা ছাড়া বাদবাকি পুরোটাই শশ্মাণ । মিঠাপুর গ্রামের মেহরাব হোসেনের লিখা । মৃত্যুর ঠিক কত পূর্বে লিখা এ ব্যাপারে জানা বেশ কঠিন । তবে মানুষ নিয়ে বোধহয় একটু ক্ষ্যাপা ছিলেন বুঝা ই যাচ্ছে । ভাবতে ভাবতে কখন চোখ বুজলাম , সেই ঘুম ভাংলো মায়ের অদ্ভুত কিসিমের পুরাতন এক বকা শুনে - “ রাজার পোলা ! ” 

ও ! হে ! আমি সুহাস । দিন আনে দিন খাই । ছাত্রের নামে ছাই আমি বাপের টাকায় খাই - এই আর কি । উচ্চ শিক্ষার জন্য উচ্চবিদ্যালয়ের ছায়া মাড়ানোর প্রস্তুতি স্বরূপ নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করছি । এত পড়া !! কাঁচুমাচু শেষে চোখ মেলেই দেখি দুপুর আড়াইটা । দিনরাত খুব অদ্ভুত ভাবে কাটছে , রাত-দিন মিলেমিশে একাকার । কিন্তু অধরা স্বপ্ন বাকি । আরেকবার ইডিট করেই দুপুরের রুটিন শুরু করবো । আবারো জোর করে শুয়ে পজ হওয়া  স্বপ্নে প্রবেশ । সিরিয়াল , সিকোয়েন্স ব্রেক ছাড়া স্বপন আমার আরো এক স্বপ্ন । বেশিরভাগ সময় ছাগল দিয়ে স্বপ্ন শুরু হলে মাউন্ট এভারেস্ট দিয়ে স্বপ্নের ইতি হয় । 

To be continued…….

Comments

    Please login to post comment. Login