এক লোকের পরিশ্রমের টাকা সাদা ছবির খামে রেখে তার বুক পকেটে রাখে এবং পাঁচজন বন্ধু মিলে পরীক্ষা দিতে যায়। পরীক্ষার সময় কোন ভাবে পকেট থেকে ঐ খামটা মাটিতে পড়ে যায়। লোকটি কোনভাবেই বুঝতে পারে না, যে তার টাকাটা পড়ে গিয়াছে।পরীক্ষা দেওয়ার পর লোকটি গাড়ি ভাড়া দেওয়ার সময় দেখে তার টাকা নেই। তখন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। সে কি করবে বুঝতে পারছিল না।সে সম্পৃর্ন ভাষাহীন ছিল, নিজের অবস্থার কথা ভেবে হতাশ হয়ে পরছিল।তখন সবাই তাকে জিজ্ঞেস করে কি হল?সে সবাই কে বলল যে তার টাকা হারিয়েছে. সবাই তাকে সান্ত্বনা দিল, তারা বলল চিন্তা করো না আমরা তোমাকে গাড়ি ভারা দিয়ে বাড়ি নিয়ে যাব। কিন্তু লোকটার মন কিছুতেই মানতে চাইলো না। এতগুলো টাকা হারিয়ে যাবে, পরীক্ষার হলে ফিরে গেল আবার, এবং সব খোঁজে খোঁজে দেখলো কিন্তু টাকা পেল না।তখন লোকটি মনে মনে বলে যে আমি যদি টাকা ফেরত পায় তাহলে ১০০ টাকা মসজিদের দান করব। তারপর লোকটি আবার সেই বন্ধুর বাসায় ফিরে যায়। মন খারাপ করে সবার সাথে বসে বলেযে, জানিস আমি টাকাটা একটি সাদা ছবির খামে রেখেছিলাম, তখন বন্ধুর মধ্যে একজন বলল থামতো,পরীক্ষার সময় আমার ফাইলটা খুলে পরে গেছিল, তখন একটা ছবির খাম আমি পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেএটা আমার ছবির খাম, তাই আমি নিয়েছিলাম।তুমি দেখত এটা নাকি।তারপর খাম বের করে দেখে যে সব টাকা ঠিক আছে। টাকাগুলো দেখে কি যে খুশি হয় লোকটি, কতবার যে আল্লাকে ধন্যবাদ দিল তার শেষ নেই। সাথে সাথে মসজিদে ১০০ টাকা দিল, অনেক শুকরিয়া আদায় করে আনন্দ এবং অশ্রু শীতল চোখে বলল,
( হালাল সম্পদ কখনো হারায় না)