ভাবো কিছু ভালো কিছু মন্দ,
ভাবো আলো আর অন্ধকারের বন্ধ।
ভাবো জীবনের গভীর অর্থ।
ভানো তুমি কোথায় কী লক্ষ,
ভাবো তুমি কোথায় কী লক্ষ।
ভাবো রবীন্দ্রনাথের মনন-ধারা,
ভাবো নজরুলের বিদ্রোহী খারা।
ভাবো সময়ের স্রোতে ভাষা,
ভাবো স্বপ্নের মিথ্যে বাসা।
ভাবো ভালোবাসার কথা,
ভাবো রিদয়ের গভীরতা।
ভাবো কারণ ভাবনাই মূল চাবি,
তাই জীবন হোক সুখি ও সাবি।