Posts

কবিতা

ভাবো তুুমি

October 27, 2025

Maryam Akter Rupa

123
View

ভাবো কিছু ভালো কিছু মন্দ,

ভাবো আলো আর অন্ধকারের বন্ধ।

ভাবো জীবনের গভীর অর্থ।

ভানো তুমি কোথায় কী লক্ষ,

ভাবো তুমি কোথায় কী লক্ষ। 

ভাবো রবীন্দ্রনাথের মনন-ধারা,

ভাবো নজরুলের বিদ্রোহী খারা।

ভাবো সময়ের স্রোতে ভাষা,

ভাবো স্বপ্নের মিথ্যে বাসা।

ভাবো ভালোবাসার কথা,

ভাবো রিদয়ের গভীরতা। 

ভাবো কারণ ভাবনাই মূল চাবি,

তাই জীবন হোক সুখি ও সাবি।

Comments