Posts

কবিতা

অলিখিত উপন্যাসের পাগল

October 28, 2025

Muzahid Shihab

Original Author অলিখিত উপন্যাসের পাগল

Translated by অলিখিত উপন্যাসের পাগল

74
View

~~অলিখিত উপন্যাসের পাগল~~

সেদিন রোদ্দুরে ভেজা পথে

তোমার চোখে পড়েছিলাম অজান্তেই-

মনে ছিল না ভালোবাসা, 

ছিল শুধু এক ধরনের অদ্ভুত ঔসুক্য 

যেটাকে পরে নাম দিয়েছি 'ভালোলাগা'।

দিন যায়, দিন আসে

আর প্রতিটি সূর্যাস্তের আড়ালে

লুকিয়ে থাকে তোমার নামের ইশারা,

যেটা পড়তে শিখেছি ধীরে ধীরে

অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য

আর বাক্যগুলো হয়ে উঠেছে 

একখানা অলিখিত উপন্যাস।

হয়তো এ ভালোবাসা মঞ্চনাটক,

তবু কেন মনে হয়

এই সংলাপগুলো আমাদেরই সত্যি?

তুমি বলো 'পাগল'

আর আমি হয়ে যাই সেই পাগল

যে খুঁজে বেড়ায় হারানো সময়ের

পাতায় তোমার ছোঁয়ার গল্প।

যদি কখনো এই নাটকে মরিচীকা পড়ে,

যদি কখনো মিথ্যে হয় আমাদের সব সংলাপ -

তবু একটা দৃশ্যে রাখবো চিরকালের জন্য

যেখানে তুমি আর আমি

দুই অধ্যায়ের মাঝখানে

হাত ধরে দাঁড়িয়ে থাকবো

অনন্তের প্রেক্ষাগৃহে…

~~~মুজাহিদ শিহাব 

Comments

    Please login to post comment. Login