Posts

চিন্তা

কী অদ্ভুত জীবন।

October 28, 2025

Salma Khatun

109
View

কী অদ্ভুত জীবন

জীবনে কিছু জিনিস থাকে, যা একবার হারালে তা আর কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব হয় না। যা হারানোর কথা আমি এখন ভাবছি, যা হারানোর ভয়ে এখন আমি স্তম্ভিত! আমি জানতাম না, তা আমার কোনো দিনই ছিল না। ভাবতেই পারি না যেটা নিয়ে আমি এতগুলো দিন পার করলাম, যার আশাই পথ চেয়ে বসে ছিলাম, যে আসবে বলে মন সাজালাম, যার উৎসাহে মন রাঙালাম, সে কখনো কোনো দিন আমার ছিল না। কোনো দিন হবেও না। সৃষ্টিকর্তার কাছে আমার প্রশ্ন, ওকে আমার করে দিলে না কেন? তুমি যখন দেবে না বলে ঠিক করেই রেখেছিলে, তবে কেন তার প্রতি এত অধিকারবোধ সৃষ্টি করালে? কেন তার প্রতি আমার মনে এত ভালোবাসা জন্মাতে দিলে? কেন তাকে আমার বেঁচে থাকার মানদণ্ড হিসেবে সৃষ্টি করলে? তুমি কেন তাকে এক পথে আর আমাকে অন্য পথে হাঁটাচ্ছ, তা তুমিই ভালো জানো…….

Comments

    Please login to post comment. Login

  • Salma Khatun 1 month ago

    হয়তো এই বাক্যগুলো অনেকের সাথে মিলে যাবে।