Posts

নিউজ

বিটিএসের যেসব গান মুরাকামির বই দ্বারা অনুপ্রাণিত

October 28, 2025

নিউজ ফ্যাক্টরি

98
View

বর্তমান বিশ্বে সবচেয়ে সফল এবং জনপ্রিয় একটি বয়ব্যান্ড দক্ষিণ কোরিয়ার বিটিএস। এর সদস্যরা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই ব্যান্ডের গানগুলো লেখেন। কিন্তু কিছু কিছু গান তারা ফিকশন দ্বারাও অনুপ্রাণিত হন।      

হারুকি মুরাকামি, হারমান হেস, উরসুলা কে. লে গুইন, অ্যালান গার্নারের মত লেখকদের সাহিত্যকর্ম দ্বারা অনুপ্রাণিত কিছু গান রয়েছে বিটিএসের।

বিখ্যাত এই ব্যান্ডের ৮টি গান রয়েছে যা বিভিন্ন লেখকদের বিখ্যাত বই দ্বারা অনুপ্রাণিত। তবে জাপানি লেখক হারুকি মুরাকামির উপন্যাস দ্বারা অনুপ্রাণিত ২টি জনপ্রিয় গান রয়েছে এই বয়ব্যান্ডটির। গানগুলো এক নজরে দেখে নেয়া যাক।

১. বাটারফ্লাই (Butterfly)

হারুকি মুরাকামির ‘কাফকা অন দ্য শোর’ উপন্যাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাটারফ্লাই গানটি লেখা হয়েছে।

এই বইটি ২০০২ সালে প্রকাশিত হয়। বিড়ালদের সঙ্গে কথা বলতে পারে এমন একজন পালিয়ে যাওয়া কিশোর এবং বৃদ্ধের কাহিনী নিয়ে ফ্যান্টাসিধর্মী জটিল এই উপন্যাস।

২. সি (Sea)

মুরাকামির বেস্টসেলিং ডিস্টোপিয়ান নভেল ‘ওয়ানকিউএইট্টিফোর’ (1q84)। বিটিএসের সি (Sea) গানটি এই উপন্যাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। বইটি ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে জাপানে তিন খন্ডে প্রকাশিত হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

    Please login to post comment. Login