Posts

নিউজ

আখতারুজ্জামান ইলিয়াসের নামে লিটলম্যাগ সংগ্রহশালা করছে বাংলা একাডেমি

October 29, 2025

নিউজ ফ্যাক্টরি

115
View

কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলা একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রন্থাগার কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ সংগ্রহ করা হবে। পরে এ আয়োজন সমগ্র বাংলা ভাষা বিবেচনায় রেখে প্রবর্ধিত হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সম্পাদক-লেখকদের মনোযোগ আকর্ষণ করেছে বাংলা একাডেমি।

এতে আরও বলা হয়েছে, সম্পাদক বা সংশ্লিষ্ট কেউ নিজেদের পত্রিকার সংখ্যাগুলো সংরক্ষণের জন্য দিতে পারেন। যাদের কাছে পত্রিকার সংগ্রহ আছে, তারাও বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, প্রতি সংখ্যার দুই কপি করে সংরক্ষণ করা হবে। পাঠ ও গবেষণার জন্য এ সংগ্রহশালা গ্রন্থাগারের বিধি-মোতাবেক ব্যবহার করা যাবে। পরে স্ক্যান করে অনলাইনে পাঠের ব্যবস্থা করার পরিকল্পনাও করেছে বাংলা একাডেমি। 

আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক, একুশে পদক (মরণোত্তর) পান। ‘চিলেকোঠার সেপাই’, ‘খোয়াবনামা’ তার উল্লেখযোগ্য দুটি উপন্যাস। এছাড়া তার ছোটগল্প সংকলনগুলো হলো, ‘খোঁয়ারি’, ‘দুধভাতে উৎপাত’, ‘দোজখের ওম’, ‘জাল স্বপ্ন’, ‘স্বপ্নের জাল’, ‘অন্য ঘরে অন্য স্বর’।  

Comments

    Please login to post comment. Login