Posts

চিন্তা

ফিরে এসো ।

October 29, 2025

Salma Khatun

52
View

রূপকথার ঠিক গল্পের মতো তুমি এসেছিলে আমার জীবনে। সুখ-দুঃখে একই সঙ্গে পথচলার কথা দিয়েছিলে। কিন্তু জীবন আর বাস্তবতা বড়ই কঠিন। অভাব যেখানে বাসা বাঁধে, ভালোবাসা সেখানে জানালা দিয়ে পালায়। মিথ্যা মরীচিকায় আশায় আর স্বার্থের টানে সবই ভুলে গেলে। পর করে দিলে আমায়। শত আঘাত আর কষ্টের মাঝে তোমার এক টুকরো হাসি আমার কাছে অনেক দামি। জীবনে প্রকৃত ভালোবাসা কভু ভোলা যায় না। তুমি রবে চিরকাল আমার মনের মাঝে। তাই তো বারবার এই মন শুধু তোমারই নাম জপে।

ফিরে এসো, দেখো, আমি আজও তোমারই পথপানে চেয়ে বেঁচে আছি, থাকব আজীবন...
 

Comments

    Please login to post comment. Login