Posts

কবিতা

প্রশ্ন আমার - তোমার কাছে

October 30, 2025

Rezwana Roji

37
View

আমি দেশ বিদেশে ঘুরতে চাইনি,তোমার কাছে,,,,

শুধু চেয়েছি গোধূলি বেলায় খোলা রিক্সায় তোমার হাতে হাত রেখে শহরময় ঘুরে বেড়াতে 

তুমি কি পেরেছো তা দিতে? 

প্রশ্ন আমার,তোমার কাছে !

চাইনি আমি পাহাড়, সমুদ্র চষে বেড়াতে,,

শুধু চেয়েছি পাখি ডাকা ভোরে তোমার কাঁধে মাথা রেখে সূর্য স্নান-  

বা গভীর রাতে খোলা আকাশের নিচে জোৎস্না বিলাস করতে,,

তুমি কি পেরেছো দিতে?

মনে পড়ে না আমার,,,

প্রশ্ন তোমার কাছে !

আমি কি কখনো চেয়েছি শাড়ি,গয়না বা দামি উপহার?

না, চাইনি কখনো,,

শুধু চেয়েছি ফুটপাতের রেশমী চুরি বা সুগন্ধে ভরা বেলী ফুলের মালায় আমায় রাঙ্গিয়ে নিতে ,,

আমি কি চেয়েছি কখনো নীল সমুদ্রের জলে পা ভেজাতে?

না চাইনি তা কখনো আমি

শুধু চেয়েছি শিশির স্নাত ভোরে দুজনে শিউলি তলায় শিশিরে সিক্ত ঘাসে পা ভেজাতে ,, 

তুমি কি পেরেছো তা দিতে?

প্রশ্ন আমার,, তোমার কাছে!

আমি কি চেয়েছি কখনো কোন দামি রেস্তোরাঁয় খেতে?

না, চাইনি আমি তা-

 আমি তো ছিলাম  টং ঘরের চা তেই বেজায় খুশি,,

তুমি কি জানতে না তা?

প্রশ্ন তোমার কাছে?

আমি কি বায়না ধরেছি কখনো ১৮ বছরের কিশোরীর মত ,ন্যাকাস্বরে সারাদিন ভালোবাসি কথাটা তোমার মুখে শুনতে-

না চাইনি তা আমি কখনো,, 

আমি শুধু চেয়েছি দিনশেষে ক্লান্তি ভরা মুখ দেখে বলো তোমার শরীর ঠিক আছে তো? 

তাতেই আমার ক্লান্তি যত যেত সব মুছে,, 

গা ভাসাতাম আমি ভালোবাসার অথৈ জলে।

তুমি কি বুঝতে না তা?

প্রশ্ন তোমার কাছে!

এতো প্রশ্নের মাঝে আসেনি কখনো একটি প্রশ্ন মনে -

ভালো কি বাসো আমায়?

হ্যাঁ ভালোবাসো আমায় , ঠিক ততখানি ই ,,,,,

 যতখানি ভালোবাসলে শেষ নিঃশ্বাস পর্যন্ত  থাকা যায় একসাথে।

এক জীবনে এতোটাই অনেক বেশি আমার কাছে,

শুধু আমার মনের চাওয়া গুলোর প্রাপ্তির জায়গাটি ছিল অনেক ছোট তোমার কাছ থেকে,,,

আমার চাওয়া গুলো ছিল নাকো- খুব বড়সড় যদি দেখতে যত্নের চোখে,,

ভালোবাসা আর যত্ন যে একে অপরের পরিপূরক তুমি কি জানতে না তা?

 আমার মনের একটুখানি যত্ন নিলে হত কি খুব বেশি কাজের ক্ষতি তোমার ? 

প্রশ্ন আমার -তোমার কাছে!


 

Comments

    Please login to post comment. Login