এই কথা আমি বলতে চাইনি,
না বলেও আর পারি না।
এই কথা আমি লিখতে চাইনি,
না লিখেও আর পারছি না।
কেন বললে পারবে? পারলে কি?
কেন বললে করবে? করোনি তো।
তুমি বললে আসবে, আসোনি তো,
আসোনি তো…
কথা রাখার কথা না তোমার,
তা আমি জানি।
কথার লাগাম ধরতে আমরা
কেউ যে শিখিনি, কেউই শিখিনি…
ভুলে ভরা বাণী চিরন্তনীর ভিড়ে,
সত্য হারিয়ে যায় শোরগোলে।
অবারিত মুখর জবান,
অর্থহীন কোলাহল অবিরাম।
অজানা শুধু ভাষা,
চেতনা ভাসা ভাসা...
এ যেন শব্দহীন চিৎকার,
পৌঁছুবে না তোমার
আনমনা কানে!
