এখনও কবিতার মজুরিতে
কবিরা বাঁচেনা
এখনও মাটির নিচে পুতে রাখা
কবিতার বইগুলো বোমার মত
ফাটে না
সবুজ সাজোঁয়া যান
বইগুলোকে আরও গভীরে
মাটি চাপা দিয়ে চলে যায়
কবি অপেক্ষা করে
কবিতারা একবার যদি শক্তি
অথবা
নিজের অস্তিত্ব খুঁজে পায়
কাহাতক আর তাদের লুকিয়ে রাখা যায়...
This is a premium post.