আমি ভায়োলিনের কাছে জানতে য়েয়েছিলাম
কতটুকু কষ্ট পেলে তার হৃদয় থেকে
বেেনার সুর শুনতে পাওয়া যায়
ভায়োলিন উত্তর দিতে পারেনি।
আমি সূর্যর কাছে জানতে চেয়েছিলাম
কীভাবে কতক্ষণ পুড়লে
তাঁর মতো আলো হয়ে জ্বলতে পারবো
আজও কোনো উত্তর পাইনি।
তোমার কাছে জানতে চাই
আমি আরো কতটুকু কষ্ট পেলে
তোমার মুখে হাসি ফুঁটবে?
লাভ ক্ষতি হিসেবে করে
কখনো পথ চলা
কখনো উদাস বাউলে তোমার শ্রীমুখটি মনে করা।
এই তো ভালো মন্দের মায়াজালে
আছে সব,
থাকবে আরো কতজন
আমি আছি , আমি থাকবো
তোমার চতেনায়, তোমার ভাবনায়
তোমার চোখরে জলে
তোমার একাকীত্বে
আর তুমি রবে আমার কবতিার সাতকাহনে।