Posts

নিউজ

পাঠকের মুখোমুখি হচ্ছেন জিয়া হায়দার রহমান

October 30, 2025

নিউজ ফ্যাক্টরি

71
View

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান রাজধানীর গুলশানে অবস্থিত দ্য বুকওয়ার্ম নামের একটি গ্রন্থ বিপণি কেন্দ্রে পাঠকের মুখোমুখি হবেন। এই অনুষ্ঠানে তিনি তার প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ নিয়ে আলোচনা করবেন।    

অনুষ্ঠানটি শনিবার (১ নভেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্য বুকওয়ার্ম, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, রোড-৮৩ গুলশান-২ এ অনুষ্ঠিত হবে। 

এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহরুবা মৌটুশির সঙ্গে ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ নিয়ে আলোচনা করবেন জিয়া হায়দার রহমান। এরপর পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। 

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।   

Comments

    Please login to post comment. Login