পোস্টস

কবিতা

যুদ্ধের ময়দান (প্রিমিয়াম)

৩ জুন ২০২৪

জেসী খন্দকার / Jasy Khandaker

পৃথিবী এখন যুদ্ধের ময়দান

ফিকশন না

হারিয়েছে হারাবে কত প্রাণ

কত মানুষ পশু গাছ

কত পোকামাকড়ের জান

নিমিষেই বোমারু বিমান

করেছে খানখান

বুলেট বিদ্ধ পাখিটা

ডানা ঝাপটিয়ে নিমিষেই

হেলে পড়ে

শুনতে পায় যোদ্ধাদের

তালে তালে বুটের গান

কারা তারা?

শত্রু না মিত্র?

তারা কি বাঁচাবে তাকে

অথবা ঐ যুদ্ধাহত অর্ধমৃত

রক্তাক্ত অনাথ শিশুকে

পাল্টাবে কি কোনদিন

এই ধ্বংসযজ্ঞ আর আগুনে পোড়া

গ্রাম শহরের চিত্র?

কারা তারা?

শত্রু না মিত্র?

থাক বাদ যাক

এসব আলাপ

মরে যাক সব

নিশ্চয়ই তাদের ছিল পাপ!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।