Posts

নিউজ

তিন দিনের রাওয়া বইমেলা শেষ হচ্ছে শনিবার

October 31, 2025

নিউজ ফ্যাক্টরি

28
View

মহাখালীতে গতকাল শুরু হওয়া তিন দিনব্যাপী রাওয়া বইমেলা শেষ হচ্ছে শনিবার (১ নভেম্বর)। রিটায়ার্ড আমর্ড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এই বইমেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রাওয়া বইমেলার উদ্বোধন করা হয়। মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

এ বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় মোট ৫৫টি স্টল রয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এ দিন উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি।  

এবারের বইমেলায় রাওয়ার লেখকগণ ও দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে রয়েছে শিশুতোষ, ইসলামিক, ইংরেজি ও বিভিন্ন ধারার সাহিত্যবিষয়ক বইয়ের সমাহার। এছাড়া পাঠক ও দর্শনার্থীদের জন্য আছে মুখরোচক খাবার ও শীতের পিঠার আয়োজন।   

উল্লেখ্য, সবার হাতে বই পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৪ সাল থেকে রাওয়া বইমেলা শুরু হয়। এবার এই মেলার ১১তম আসর চলছে। বইমেলাটি সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে এই মেলায় প্রবেশ করা যাবে। পরিবার-পরিজনসহ বই মেলায় ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।   

Comments

    Please login to post comment. Login