
শেষ মেসেজটা এখনো পড়া হয়নি
📖 পার্ট–১ : অপেক্ষার স্ক্রিন
গল্প:
প্রতিদিন ঘুমানোর আগে একটা কাজ আমি করতাম —
তার চ্যাট খুলে দেখতাম,
শেষবার কবে অনলাইন হয়েছিল।
দুই বছর হয়ে গেল, তবু সেই “last seen” বদলায়নি।
আমি এখনো বিশ্বাস করি,
একদিন সেই মেসেজটা “Seen” হবে।