শেষ মেসেজটা এখনো পড়া হয়নি
📖 পার্ট–২ : দেখা না হওয়া বার্তা

গল্প:
আমি লিখেছিলাম — “I miss you…”
আর সেই এক লাইনেই শেষ হয়ে গিয়েছিল আমাদের কথা বলা।
সে আর রিপ্লাই করেনি,
আমি আর মুছিনি।
কারণ ভেবেছিলাম,
যদি একদিন পড়ে, তাহলে বুঝবে —
আমি এখনো অপেক্ষায় আছি।