Posts

নিউজ

বাংলা একাডেমিতে কবি আল মাহমুদের নামে লেখক কর্নার চালু

November 1, 2025

নিউজ ফ্যাক্টরি

48
View

বাংলা একাডেমির মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় ‘আল মাহমুদ লেখক কর্নার’ চালু হয়েছে। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২৯ অক্টোবর এই কর্নারটির উদ্বোধন করেন। 

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর রয়েছে। ৫০ আসনের সেমিনার কক্ষ নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠানের জন্য বরাদ্দ নেওয়া যাবে।     

লেখক আড্ডার কক্ষটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, বাংলা একাডেমিতে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের নামে নানান ধরনের স্থাপনা আছে। কবি আল মাহমুদের নামে একটি স্থাপনার জন্য দীর্ঘদিন ধরে অনেকেই দাবি করে আসছেন। অবশেষে আমরা তার নামে একটি লেখক কর্নার করেছি।      

Comments

    Please login to post comment. Login