Posts

গল্প

দোয়া কবুল এর গল্প''

November 2, 2025

Ahmed Mukabbir

25
View

السلام عليكم ورحمة الله وبركاته
আমার প্রিয় বোন, আশা করি তুমি ভালো আছো।
আমি তোমার সঙ্গে আমার ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) ও নবী করিম ﷺ–এর ওপর দরূদ পাঠের অভিজ্ঞতা শেয়ার করতে চাই।

সুবহানাল্লাহ, আমি সবসময় শুনতাম যে দোয়া কবুল হয়, কিন্তু আমার জীবনে কখনো এমনভাবে দোয়া কবুল হতে দেখিনি। তবুও আমার ঈমান ছিল দৃঢ় — আলহামদুলিল্লাহ।
যখন আমি নিয়মিতভাবে ইস্তিগফার এবং নবী ﷺ–এর ওপর দরূদ পাঠ করা শুরু করলাম, তখন আমি পূর্ণ বিশ্বাস ও নিশ্চয়তার সঙ্গে দোয়া করতে লাগলাম।

প্রথম ঘটনা হলো — আমার ফোন পাঁচ মাস ধরে নষ্ট ছিল, এবং আমি ফোন ছাড়াই জীবনযাপন করছিলাম। প্রতিবার আমি আমার আজকার (দৈনন্দিন যিকর ও দোয়া) শেষ করার পর আল্লাহর কাছে প্রার্থনা করতাম যেন তিনি আমাকে নতুন ফোন কেনার তাওফিক দেন।
হঠাৎ করে, আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমাকে একটি iPhone 14 উপহার দিল! আমি অবাক হয়ে গেলাম, বিশ্বাসই করতে পারছিলাম না — কারণ আমার আর্থিক অবস্থা খুব সাধারণ ছিল, আর এই ফোনটি আমার জন্য অনেক বড় ও মূল্যবান জিনিস ছিল।

দ্বিতীয় ঘটনা — আমার একটি ঋণ পরিশোধ করা বাকি ছিল, এবং যাকে টাকা দিতে হতো, সে আমাকে বলল যেন আমি ডলারে পরিশোধ করি।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমি খুব চিন্তিত ছিলাম কীভাবে টাকা জোগাড় করব।
একদিন, আমার এক বন্ধু দেখা করতে এলো এবং আমাকে ঠিক সেই পরিমাণ ডলার উপহার দিল যা দিয়ে আমি ঋণ পরিশোধ করতে পারি। সে বলল, “এটা তোমার জন্য।”
ওয়াল্লাহি! ইস্তিগফার সত্যিই বিস্ময়কর!

আমি সবসময় আল্লাহর কাছে বলতাম,
“হে আল্লাহ, আমাকে আমার জীবনে এই সত্যটা দেখিয়ে দিন।”
বছরের পর বছর আমি দোয়া করতাম, কিন্তু কোনো ফল দেখতে পেতাম না — এমনকি একবার আমি বলেছিলাম,
“হে আল্লাহ, আমি নিশ্চিত জানি যে আপনি আমার দোয়া শোনেন, কিন্তু আমি আপনার পক্ষ থেকে উত্তর দেখতে চাই।”
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছেন।

নবী ইব্রাহিম (আঃ)-এর সেই কথা আমার মনে পড়ে যায় বারবার —
“হে আমার প্রতিপালক, আমাকে দেখাও তুমি কীভাবে মৃতকে জীবন দাও।”

এবং সত্যিই, আল্লাহ আমার আবেদন কবুল করেছেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল ‘আলামিন 🌿

তবে অবশ্যই দুআ কবুল হওয়ার শর্ত এই নয় যে, তা আমাদের সামনে অলৌকিকভাবে উপস্থিত হতে হবে। বরং দুআগুলো আল্লাহ শুনেন এবং কবুল করেন। হয়তো আমরা এখন বুঝতে পারছিনা ঠিকই তবে দুআগুলো সত্যিই কবুল হয়। এই দুআগুলোর কারণে আমাদের গুনাহ মুছোন হয়, কখনো কোনো আগত বিপদ দূর হয়ে যায়। কখনো কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়, আর যদি কোনোটা-ই না ঘটে তবে কেয়ামতের দিন এই দুআর বদৌলতে আমাদের আমলনামায় অসংখ্য সওয়াব লিখা থাকবো। সুতরাং দুআতে কার্পন্য নয়।

Comments

    Please login to post comment. Login