Posts

প্রবন্ধ

খেয়াল

November 3, 2025

জীবন্মৃত সুহাস

Original Author নিজ

26
View

ধারনা করা হয় এ গ্রহ কয়েক মিলিয়ন বছর আগে সৃষ্টি যা নিয়ে নানান জ্ঞানী-গুনীরা বিভিন্ন থিওরি দিয়ে আমাদের উপকৃত করেছেন । যেখানে বিগ ব্যাং থিওরি অন্যতম । অথচ থিওরিদাতা আজ  আমাদের মাঝে নেই । কোথায় আছে , কেমন আছে , কি করছে ? - সবই অজানা । রহস্য উদ্ঘাটনের কাজে নিজেকে বিলিয়েছেন বছরের পর বছর । তিনি তার মোটিভ যা ছিলো পুরোটা সম্পন্ন করতে না পারলেও যতটুকু করেছেন সব ই কি বৃথা ? মানবকূলের জন্য হয়তো রহস্যের ঘেরাকল খুলতে সামান্য উপকারী হয়েছেন তবে নিজের জন্য তিনি বৃথা! গ্যালাক্সির আবিষ্কারক পুতুল রুপে নানান  সৃষ্টির মাধ্যমে  নিজের লীলাখেলা কে উপভোগ করছেন । 

সত্য কেবল - আমাদের যাবতীয় কাজ আমাদের মাধ্যমে উনার গন্তব্য বা বাণীত স্থানেই নিয়ে যায় যেখানে আমরা খেলার সামান্য পার্টিসিপেন্ট মাত্র । জয়- পরাজয় , সুখ -দুখ , আনন্দ -হতাশা  , জন্ম - মৃত্যু , সবই প্রি-প্লেনড । বিভিন্ন প্রবাদের অন্যতম পছন্দনীয় হলো - আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না । ইহা কেবলমাত্র প্রবাদ ? চিরন্তন সত্য তো কেবলমাত্র এই প্রবাদই । ………………………………………………………………………………

Comments

    Please login to post comment. Login