অদ্ভুত এক ঘটনা
মুহাম্মদ লিটন ইসলাম
গতকাল রাত—সময় তখন প্রায় একটা ছুঁই ছুঁই। জুলজির অধ্যায় “খাদ্য ও পরিপাক” রিভিশন দিচ্ছিলাম। হঠাৎ পেটের ভেতর একটা খালি খালি অনুভূতি—ক্ষুধা!
ভাবলাম, একটা ডিম সেদ্ধ দিলেই হয়। ইনডাকশন অন করে পাত্রে জল ঢাললাম, একটা ডিম ছেড়ে দিলাম ভেতরে, তারপর আবার বই খুলে বসলাম।
তারপর কী হয়েছে, কিছুই মনে নেই।
রাত তিনটার দিকে হঠাৎ জেগে উঠলাম—নিজেকে দেখি বিছানায়, কাঁথা গায়ে। মাথা ভার, শরীর অবশ। টেবিলে গিয়ে দেখি—যে পাত্রে ডিম সেদ্ধ দিতে রেখেছিলাম, তার ভেতরের জল শুকিয়ে গেছে, পাত্রটা কালো হয়ে পুরে গিয়েছে। ডিমটাও ভস্ম। ইনডাকশন বন্ধ, নিঃশব্দ।
কীভাবে টেবিল থেকে বিছানায় এলাম?
ইনডাকশনটা কে বন্ধ করল?
আর ওই দু’ঘণ্টা আমি কোথায় ছিলাম?
এখনো কিছুই জানি না...
শেষ মনে আছে কেবল—বইয়ের পাতায় লেখা ছিল “মানুষের পরিপাকতন্ত্র…”
আসছে….!