সন্দেহ
ওমর ফারুক (সভাকবি)
মোর মায় মোরে খালি সন্দেহ হরে,
হেতায় মনে হরে মুই পেরেম হরি।
কিন্তু মুই সিংগোল, কসম খায় ঈমান,
মোর মনে নাই কুনু গোপন প্রেমের গান।
মায়রে বোঝাম কেমনে, মোর অন্তর খালি,
স্বপ্নতেও নাই কোনো মোর প্রেমিকালি।
তবু তেঁয় হুদাই কয়— “তুই গোপনে ঘুরে,
মোরে ফাকি দেইয়া কন্যারে লইস তুরে!”
মা, মুই তোর সন্তান, মোর মন তোর ঘর,
তুই ছাড়া জগতে নাই মোরে কেহ আর।
তুই যদ্দিন সন্দেহে জ্বলাই মোর প্রাণ,
তবু তোর মুখেরে দেখেই শান্তি পান।
হায় মোর মায়, বিশ্বাস করো এবার,
তোর ছেলে সিঙ্গোল— মিথ্যা কই না আর।
তোর ভালোবাসা মুই চাহি প্রতিদিন,
তোর সন্দেহে লাগে মোর অন্তর বিন।
