Posts

কবিতা

অসমাপ্ত ভাললাগা

November 7, 2025

মো. গোলাম কিবরিয়া

49
View

মুঠোফোনে ইথারীয় কথোপকথন 
            'কাল দেখা হচ্ছে ' 
রিয়ার সাথে রিফাতের কথার শেষ বাক্য, 
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দু'জনের দেখা হয় না।
সময়ের সাথে পরিপাটি হয়ে প্রস্তুত, রিয়া।
কপালের টিপ সৌন্দর্য বাড়িয়েছে বৈকি।
মায়ের চোখ এড়ায়নি  কিন্তু
প্রশ্নবানে জর্জরিত করতে চাননি।
বের হওয়ার সময় বাবার মুখামুখি, 
রাশভারি প্রশ্ন ' কোথায় যাচ্ছ?'
'বান্ধবীদের সাথে দেখা করতে'
রিয়ার উত্তর শুনে বাবার সতর্ক বাক্য
' সাবধানে থেকো'।
রিফাত সময়মতো ক্যাম্পাসে হাজির 
 সাথে নতুন কেনা মোটর সাইকেল।
রিক্সা থেকে নেমে রিয়ার কুশল বিনিময়,
দু'জনের সমান্য আলাপচারিতা। 
তারই মাঝে রিফাতের প্রশংসা
' সুন্দর লাগছে, তোমায়। "
রিয়া কথাটার জন্য অপেক্ষা করছিল।
এরই মধ্যে রিফাতের প্রস্তাব 
"চলো, বাইকে ঘুরি।"
কয়েক সেকেন্ডে হলিউড বলিউড ও ঢালিউডের সিনেমা জগত ঘুরে 
রিয়ার সম্মতি 'চলো'।
এর খানিক পরেই রিয়া মায়ের কাছে অচেনা কন্ঠে ফোনকল
' আপনাদের একটু চট্টগ্রাম মেডিকেল এ আসতে হবে"
কে,  আপনি?
আমি ট্রাফিক সার্জেন্ট শফিক।।
বুঝতে বাকি নেই
মেয়ের লাশটা বুঝে নিতে হবে।

........... ধন্যবাদ......

বি: দ্র: পরপারে ভালো থাকুক রিয়া।

Comments

    Please login to post comment. Login