তবুও স্বামীকে ফিরিয়ে আনতে তার কোনো দৃশ্যমান ভূমিকা নেই। দিনরাত মনে মনে জপে এ বুঝি এলো! আর আসে না। কেন আসে না প্রাণের স্বামী? সে কি পথ ভুলে যায়! নাকি পরাণের আবেগ তারে টানে না! যেমন করে শুষ্ক মৌসুমে বিপরীত স্রোতে দাঁড় টানার মতো নিজের মুখী করতে ব্যর্থ হয়। যে স্বামী তাকে কথা দিয়ে যায়। কথা রাখে না। টুনির মা স্বামীর দেওয়া প্রতিশ্রুতি ফিরিয়ে দিতে চায়। আলো আঁধারিতে কোনো এক ফয়েজকে আপন করে নেওয়ার আহ্বান তার কাছে অঙ্গভঙ্গির নিপুণ কৌশলে বারবার ফিরে ফিরে আসে। অথচ সে নির্বিকার ভঙ্গিতে ঠনঠনে মাটিতে কোদালের কোপের মতো ফিরিয়ে দেয় সেই গোপন আসক্তিভরা আবদার।