দাদু বিড়াল পছন্দ করে। আরিশাও। দাদু গাছ লাগায় ও পরিচর্যা করে সে-ও। বাগান করা, মাছ চাষ সবই দাদুর কাছ থেকে পাওয়া। দাদুর আরেকটি শখ হলো ছবি আঁকা। দাদুর আঁকা ছবি দেখে সে এতটাই বিস্মিত হয় যে, কিভাবে একটা কাঠ পেন্সিল দিয়ে এত চমৎকার আর নৈপুণ্যের ছবি আঁকা সম্ভব? দাদু দূরে কোথাও গেলে চুপিসারে সেই পেন্সিল দিয়ে কতকিছু আঁকার চেষ্টা! না, হচ্ছে না! নিশ্চয়ই দাদুর হাতে জাদু আছে। আগে ভেবেছিল পেন্সিলে জাদু আছে। নিজে আঁকতে যেয়ে সে ভুল ভাঙলো। কিন্তু একটা বিষয়ে আরিশা নিশ্চিত হয় দাদু যা করে খুব মনোযোগ দিয়ে করে।