সমাজের যুগে যুগে নানা শ্রেণীর মানুষের সমাবেশ ঘটে প্রতিটি মানুষ স্বতন্ত্র আবার প্রতিটি মানুষের জ্ঞানের বিকাশ ও ধ্যান ধারণা, অনুভূতি স্বতন্ত্র_কারো সঙ্গে কারো হুবহু মিল চোখে পড়ে না।
এ প্রসঙ্গে সুলতান মাহমুদের ব্যক্তির জীবন সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা যায় ।সুলতান মোহাম্মদ বিজাতীয় ঐতিহাসিকদের দৃষ্টিতে পর রাজ্য লুণ্ঠনকারী হিসেবে প্রতিভা পেলেও সত্যের গোষ্ঠী পাথরে যাচাই করলে দেখা যাবে যে, তিনি ছিলেন তৎকালের শ্রেষ্ঠ বিদ্যাঅনুরাগী, জ্ঞানী ও গুণ গ্রাহী শাসনকর্তা। বিভিন্ন দেশ থেকে গুণী জ্ঞানীদের সমাবেশ করা এবং সেরা সেরা গ্রন্থ শিল্পকর্ম ও শিল্পীদের আনুকুল্য প্রধান ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য।
সুতরাং সুলতান মাহমুদের নিয়ে আয় জ্ঞানী দার্শনিক শাসনকর্তার এই রহস্যময় কাজের পশ্চাতে যে পরোক্ষভাবে এক মহৎ শিক্ষা নিহিত থাকবে সে কথা অনস্বীকার্য।