এই গল্পের অন্তর্নিহিত শিক্ষায় রয়েছে মানবসমাজের একটা আলোকচিত্র। মানুষের মানসিকতার উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে, সুবিধা বাদি মনোবৃত্তি বিপদে পড়ে যে শপথ করল, বিপদ উদ্ধার হয়ে সে আবার স্বার্থ বুদ্ধি প্রণোদিত হয়ে তার পূর্বেকার শপথ রক্ষা করলো না। এই মানসিকতার পিছনে রয়েছে স্বার্থ পদের হীনতম পর্যায় আর সুবিধাবাদী মনোভাব। এই মানসিকতা প্রায় সকল সাধারণ মানুষের মধ্যে রয়েছে।