আমার গ্রামের নাম নারায়ণগঞ্জ। আজ থেকে প্রায় ছয় সাত বছরের আগের কথা। আমি। নগেন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়তাম । তখন আমি সেই স্কুলে পড়ে পড়তাম। কিছু ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য আমাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে প্রায় থেকে ছিল।
এখন আমার বয়স ২০ । এখন আমি নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়ি । পড়াশোনা ও বাড়ির কাজের জন্য আমি দিনে প্রাইভেট পড়তে পারতেছি না ।
তাই এখন আমাকে রাতে প্রাইভেট পড়তে হচ্ছে ।
আমার বাড়ি আসার পথেই কিন্তু সেই আমার পুরনো স্কুল । এই রাস্তা দিয়ে এখন আগেকার মতো লোক চলাফেরা করে না । আবার এ রাস্তা দিয়েই আমাকে বাড়ি ফিরতে হয় ।