শক্ত মাটির কঙ্কর আমি,
কবর হলো রে ঠিকানা,
মাটির শরীর মাটির পাজর
মাটির হবে রে বিছানা।
এত স্বাদের বাড়ি গাড়ি টাকা,
সঙ্গে তখন যাবেনা,
সেই সম্পদে বাসা বাদে পুকা,
তাহার কিছুই পাবনা।
মাটির বিছানা মাটির দেয়াল
মাটির ছাদটা হবে রে,
স্বর্গ নামে জান্নাত আমি
চাইযে পেতেগো আহারে।
সময় থাকতে জীবন থাকতে
আল্লা আল্লা কর রে,
মাটির ভিতর শান্তি চাইলে
কর মন খুশি বিধি রে।