মধ্যবিত্তের সকাল
সকাল আসে ধীরে, চায়ের কাপ হাতে,
হাওয়া বইছে মৃদু, জানালা খোলা পাশে।
বাজারে ভিড়, হিসাবের টালবাহানা,
কিন্তু মুখে হাসি, মন ভরে খুশিতে জানা।
ছোট বাচ্চার খেলা, হাসি ভরে চারপাশ,
পুরোনো চেয়ার, বইয়ের পাতা, সময় যায় বাঁধা ছাশ।
বড় স্বপ্ন নেই, ধৈর্য আছে, ভালোবাসা আছে,
মধ্যবিত্তের জীবন, হৃদয়ে শান্তি রাখে আসে।