যখনই পাখি চোখ বন্ধ করে। কিছু একটা তার নাকে বারবার স্পর্শ করে। এতে তার ঘুমে ব্যাঘাত ঘটে। কিন্তু পাখি ঘুম জড়ানো চোখ খুলে দেখে কয়েকটা জোনাক পোকা। সে ভাবে একি! এগুলো এখানে কেন? আবার চিন্তায় পড়ে যায়। সে বোঝার চেষ্টা করে। একবার ভাবে বাবাকে জাগাবে। আবার ভাবে না বাবা যে মাত্রই ঘুমিয়েছে। সে অনেকক্ষণ চোখ খোলা রেখে উপলব্ধি করতে চায়, আসল ঘটনা।