ফুটপাথে হাঁটতে হাঁটতে কোনদিন যদি
মেট্রোরেলের কলকব্জা উড়ে এসে মাথাটা দেয় থেঁতলে,
পাসপোর্টের ছবি ভাইরাল করে দিও,
যেন অভাগারে দ্রুত খুঁজে পায়।
যদি একদিন এক্সপ্রেসওয়ের রড
মাথা এফোড়-ওফোড় করে ফেলে,
ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে যদি
কোন রাস্তা লাল রঙে ভিজে ওঠে;
পথচারী পারাপারে ট্রাকের চাপায় যদি
এই কলেবর পিষে যায় কোন অপয়া পথে, কাভার্ড ভ্যান উল্টে যদি রক্তে রঞ্জিত হই,
সীমাতিরিক্ত গতির দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে যদি হঠাৎ কোন খাদে ছিটকে পড়ে মারা পড়ি,
এরোপ্লেন আছড়ে পড়ে যদি জ্বলে পুড়ে মরি,
ভবনধ্বসে কংক্রিটের স্তূপে যদি এই দেহ বিলীন হয়ে যায়;
বৃষ্টির দিনে ভাঙ্গা ড্রেনে ডুবে মরি,
কিংবা ইলেক্ট্রিক তারে ঝলসে যাই;
রেস্টুরেন্ট বা কোন ক্যাফের আগুনে পুড়ে মরি,
কারখানা কিংবা গার্মেন্টসের আগুনের বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মরি;
পেটচুক্তিতে গণপিটুনীর বলি হই
বা কোন রাজনৈতিক আক্রোশের শিকার হই,
ন্যায্য দাবির আন্দোলনে
বা কোন মিছিলে বুলেটে গুলিবিদ্ধ হই, হাসপাতালে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরি;
ক্রসফায়ারের নামে শরীর ঝাঁঝরা হয়ে যায়
অথবা গুম হয়ে যাই,
ধর্ষিতা হয়ে মারা যাই
অথবা বেঁচে গিয়ে ফাঁসির দড়ি বেছে নিই;
তবে বলে দিও,
এসবই স্বাভাবিক মৃত্য।
রাষ্ট্রীয় ক্ষতিপূরণ পেয়ে আত্মা
আত্মহারা, আটখানা!
বেপরোয়া রীতিনীতির দাপটে
জেনো এই আমাদের নিয়তি;
করুণ, অবিশ্বাস্য, চরম সত্য!


