Posts

কবিতা

পালিয়ে বাঁচা!

November 10, 2025

সুকান্ত সোম

28
View

মানুষ কেন এমন হয়ে গেছে

মানুষ দেখলে মানুষ পালিয়ে বাঁচে,
একটুকু সময় নেই হাতে —
প্রাণ খুলে কথা বলে কারো সাথে।

মুখে হাসির মুখোশ পড়েই থাকে,
ভিতরে ভিতরে একাকিত্ব রোগে।
মানুষ যেন কেমন হয়ে গেছে —
মানুষ নিজের থেকে নিজেই পালিয়ে বাঁচে।

Comments

    Please login to post comment. Login