Posts

নিউজ

শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েলকে নিয়ে ইংরেজি ছবি বানাচ্ছেন সৃজিত মুখার্জি

November 10, 2025

নিউজ ফ্যাক্টরি

37
View

বিশ্বজুড়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েলকে নিয়ে ইংরেজি সিনেমা বানাতে যাচ্ছেন সৃজিত মুখার্জি। আর্থার কোনান ডয়েলের জীবনকে ভিত্তি করে বানানো এই ছবির নাম রাখা হয়েছে 'এলিমেন্টারি মাই ডিয়ার হোমস'। 

ডয়েল লেখক, চিকিৎসক ও মানবতাবাদী ছিলেন। তার জীবনের রহস্যময় দিকগুলোই এই ছবিতে তুলে ধরা হবে। ২৭ অক্টোবর লন্ডনের ঐতিহাসিক দ্য গিল্ডহলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ-ভারতীয় যৌথ প্রযোজনার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

সৃজিত বলেছেন, আমাকে শার্লক হোমসের কাছে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকে আমি এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছি।

এর আগে সত্যজিৎ রায়ের লেখা কিংবদন্তী গোয়েন্দা চরিত্র ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এছাড়া শার্লক হোমসের ভারতীয় সংস্করণ 'শেখর হোম' নামের একটি হিন্দি টিভি সিরিজও নির্মাণ করেছিলেন তিনি।   

Comments

    Please login to post comment. Login