তাকে নিয়ে কুৎসা রটনা করা হয়েছে বারবার। অপবাদে ঝাঁঝরা করা হয়েছে। আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। একঘরে করার হুমকি এসেছে। বারবার বিদ্ধ করা হয়েছে। তবুও দমে যায়নি সে। এক সময় যে ঘোর বিরোধী সেও তার প্রতি সহযোগিতা পরায়ণ হয়েছে। আজ তাকে নিয়েই গর্বিত তার গ্রাম। সর্বত্রই তার পরিচিতি। এক সময় যার কোন বন্ধু ছিল না সে-ই আজ সকলের ভালোবাসার একচ্ছত্র ও অঘোষিত দাবীদার। নিজ নামের আড়ালে বহুধা বিশেষণে বিশেষায়িত মেয়েটির নাম জয়তুন বেগম।