আসিফ সাহেব কথাগুলো বলে ডানে বামে তাকিয়ে দেখেন অনেকগুলো ক্যামেরা কেউ ভিডিও করছে। কেউ ছবি তুলছে। উৎসুক জনতার ভীড় ঠেলে আন্দোলনের একজন সমন্বয়ক এগিয়ে এসে আসিফ সাহেবের পা ছুঁয়ে সালাম করলো। আসিফ সাহেব কিছুই বুঝে ওঠার আগে হুড়মুড় করে জনস্রোত নামতে থাকলো। সবাই একজন গর্বিত পিতার অনুভূতি জানতে ব্যাকুল হয়ে রইলেন। তাঁর সন্তান মিথিলা আন্দোলনে অংশগ্রহণ করায় স্বীকৃতি দিতে সকলে তাকে নিতে এসেছেন।