মায়া হলো যা আমাদের ভুলায়,যেখানে আমরা আটকে যাই।
আর ভালোবাসা¿¿¿ওটা তো পুরোপুরি ভিন্ন।আমরা যেটাকে নিজের করে নেই ওটাই ভালোবাসা। আর নিজের করে নেওয়াটা নিজের জিনিসের মত যেখানে স্বার্থ নিবিড় থাকে।[বস্তুত,স্বার্থহীন ভালোবাসা কে না চায় আবার সেই স্বার্থকে বাদ দিয়ে কয়জন-ই বা ভালবাসে!]
উমমমম..নিজের করে নেওয়া ভালবাসায় স্বার্থ নেই। স্বার্থ আছে মায়ায়।।।