Posts

কবিতা

পাথর ও জোছনা

November 11, 2025

Shamsul Alam

30
View

পাথর ও জোছনা

এস,এ

অবিশ্বাসে পাথর কথা কয়,তোমাকে জানা হলো না-
তোমার মনের বনে কান পেতেছি,শুনিতে ঐ ডাহুকের ডাক,
ঐ বনে, মেঘ ঝরায় নতুন জীবনের রস !
সে রস বয়ে চলে তোমার ঐ দেহ নদীতে-
তিনটি ধারা এক হয়ে, আমার পেয়ে জোয়ার আসে,
কামনায়,যেন তুমি ডাকো ডাহুকের সুরে ।
জোছনা উপচে পড়ে তোমার ঐ দেহে -
আমি হারাই,ঐ নয়ন গভীর হয়ে হৃদয় নদীতে ।
তোমায় পেয়ে প্রিয়, ম্লান হয়ে আসে জোছনার আলো !!
তোমার ওই চিত্রিত তনু বিধাতার নিপুন সৃষ্টি!

মাঝ রাতে ডাহুকের ডাক, ঘুম ভেঙ্গে তোমারি সাথ,
তুমি কি শুনতে পাও মন বনের ঐ ডাক?
হৃদয় তোমায় করে নিতে আপন, সে জাগ্রত-
ওগো,পূর্ণিমার এই রাতে,জোয়ার বহিছে তটিনীতে,
সকল বেদনা-দুঃখ মুছে ফেলে তোমার স্পর্শের আশে !!
বিশ্বাসে পাথরে ফুল ফুটবে আজ বলে-
গভীর রাতে ঘুম ভেঙ্গে এই হৃদয় খোঁজে প্রিয় তোমাকে।
শূন্য হৃদয় হাহাকার করে তোমার একটু ভালোবাসার ছোঁয়ার আশে।

Comments

    Please login to post comment. Login