নিশু মায়ের দিকে তাকিয়ে হেসে ওঠে। কেউ কাউকে কিছু না বললেও যে যারযার চোখের ভাষা পড়ে নিতে পারে। নিশুর মা মেয়ের অজান্তে ক্যামেরা ওপেন করে ভিডিও করতে থাকে। নিশু বুঝতে পারে না। নিশু গাছ লাগিয়ে মাটি ভরে পানি আনতে চলে যায়। ছোট মগে করে পানি এনে গাছের গোড়ায় দিয়ে কিছু পানি গাছের গায়েও ছিটিয়ে দেয়।