বছরের প্রথম রোদটা ভোরে
পাতার কুঁচকে ওঠে স্বপ্নে।
ছোট্ট ময়না পাখি গান গায়,
ঝরে পড়া বৃষ্টির ছন্দ নাচে মাঠে।
একটি সোনার পাতা বাতাসে উড়ল,
চাঁদের আলোয় যেন স্বপ্ন ছড়াল।
ছোট্ট ছেলে হাসি দিয়ে ধরে পেল,
পৃথিবীর সব রঙ যেন তার মনে খেল।
মাটি, নদী, আকাশ সব মিলে
ছোট্ট পাখির গানেই জীবন খেলে।
স্বপ্ন হয় বড়, ছোট নয় কেউ,
সোনার পাতা বলে, “বিশ্বাস রেখো তুমি সূর্যেও।”