তারা ছিল ৩ বন্ধু তারা ছিল বিমানের। ইঞ্জিনিয়ার যখন বিমান চালু করে তখন বিমানের ভেতরে হালকা গরম অনুভব করে ।তখন পাইলট বলে বলেন তো এখন আমরা কোথায় আছি ।এক বন্ধু বলে বিমানের ভেতরে যেহেতু গরম লাগছে তাহলে আমরা এখন সূর্যের কাছাকাছি আছি। তার কিছুক্ষণ পর বিমানের ভেতরে হালকা ঠান্ডা অনু ভব হয়। তখন পাইলট বলে বলেন তো এখন আমরা কোথায় আছি।তখন ২ য় বন্ধু বলে আমরা এখন সাগরের উপর আছি । তখন ৩ য় বন্ধু চিন্তা করে যে ওরা দুজন তো উত্তর দিয়ে দিল এখন আমি কি বলবো । তার পর পাইলট আবার জিজ্ঞেস করে বলেন তো এখন আমরা কোথায় আছি।তখন ৩ য় বন্ধু তার হাতের দিকে তাকিয়ে বলল আমরা এখন গুলিস্তান আছি ।সে জানতো যে গুলিস্তানে ঘড়ি চরি হয় ।