আজ মানুষটা শুধু এঁকেই চলেছেন। তাঁর এযাবৎকালের সবচেয়ে দীর্ঘ চিত্রকর্ম এটি। আলোকচিত্র সাংবাদিক তাঁর ওপর গবেষণা করে দেখেছেন যে প্রতিটি চিত্রকর্মের পট ভিন্ন। অথচ সেগুলো দৈর্ঘ্য–প্রস্থ মিলিয়ে ১০–১২ ফুটের বেশি নয়। কিন্তু এবারের চিত্রটি শুধু এঁকেই চলেছেন তিনি। শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তারপরও মানুষ বিরক্ত নয়।