Posts

চিন্তা

মামা খালার ভালোবাসা।

November 13, 2025

Hola Mota

Original Author লাবীবা ইসলাম

42
View

আসসালামুয়ালাইকুম । যারা বলেন মামা খালার ভালোবাসা হয় অন্তর থেকে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই । আপনারা যারা ভাবি আছেন তাদের বলছি । আপনার বাসায় যখন আপনার ভাই বোন আসে তখন আপনার মনের অবস্থা যেমন হয় । আপনার ননদ দেবর কে দেখে কি ততটা আনন্দ  পান ।নিযের মনের  সাথে মিলিয়ে নিবেন তাহলেই বুঝতে পারবেন।আর মামার কথা বলছেন  তাহলে আপনার ছেলেকে ১ বার আপনার ভাইয়ের  কাছে পাঠাবেন আর বলবেন তোর মামার  কাছে গিয়ে  আমার সম্পদের  অংশ  বুঝিয়ে দিতে বল । তাহলেই বুঝতে পারবেন। মামা ভাগ্নের ভালোবাসা কতটা মধু। আসলে চাচা ফুফুর  ভালোবাসা যদি কম ও হয় তাহলে তার মধ্যে কোন দন্ড নেই আর মামার ভালোবাসা হলো আপনার সম্পদ ভোগ করার জন্য । খালার ভালোবাসা হলো ১ পর ১ আবদার করার জন্য আজকে এটা দাও কালকে ওটা দাও।  কারো মনে আঘাত দেওয়ার জন্য বলছি না ।      আসলে এটাই বাস্তব।

Comments

    Please login to post comment. Login