Posts

নিউজ

২০২৫ সালের সেরা ১০টি বইয়ের নাম ঘোষণা করেছে অ্যামাজন

November 13, 2025

নিউজ ফ্যাক্টরি

147
View

প্রতি বছর অ্যামাজনের সম্পাদক দল সেরা বইয়ের একটি তালিকা নির্বাচন করেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটি ২০২৫ সালের সেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করেছে। 

অ্যামাজনের সম্পাদক দলের প্রধান সারাহ গেলম্যান এক বিবৃতিতে বলেছেন, কিছু কিছু বছর তালিকার এক নম্বর বইটি নিয়ে সম্পাদকীয় দলের সদস্যদের মধ্য তীব্র বিতর্ক হয়। কিন্তু এ বছরের তালিকার শীর্ষ বইটি সর্বসম্মত ছিল। 

তিনি আরও বলেছেন, বছরের সেরা বইয়ের তালিকায় সেরা ২০টি বই নির্বাচন করাই কঠিন কাজ। কিন্তু অ্যামাজনের সম্পাদক দল এমন একটি বইকে বেছে নিয়েছে, যা যেকোনো পাঠকের কাছে সহজলভ্য, উপভোগ্য এবং সকলের পছন্দের হবে। 

বর্ষসেরা বইয়ের তালিকাটি অ্যামাজনের বেস্টসেলার তালিকার মত নয়। অ্যামাজনের বেস্টসেলার তালিকাটি বিক্রয় তথ্যের ভিত্তিতে করা হয়। প্রকাশনা প্রতিনিধি, বই বিক্রেতা, লেখক, সাংবাদিক এবং এজেন্টদের একটি দল এই তালিকা তৈরি করেন। অপরদিকে বর্ষসেরা বইয়ের তালিকাটি কেবলমাত্র সম্পাদক দলের বিচারের ভিত্তিতে তৈরি করা হয়।  

অ্যামাজনের ২০২৫ সালের সেরা বইয়ের তালিকা নীচে দেওয়া হলো: 

১. প্যাট্রিক রায়ানের লেখা 'বাকআই'

২. ভার্জিনিয়া ইভান্সের লেখা 'দ্য করেসপন্ডেন্ট'

৩. নিনা উইলনারের লেখা 'দ্য বয়েজ ইন দ্য লাইট'

৪. ওশান ভুওং-এর লেখা 'দ্য এম্পেরর অব গ্লাডনেস'

৫. শার্লট ম্যাককোনাঘির লেখা 'ওয়াইল্ড ডার্ক শোর'

৬. ফ্রিডা ম্যাকফ্যাডেনের লেখা 'দ্য ইন্ট্রুডার'

৭. জেন হ্যাটমেকারের লেখা 'এওয়েক'

৮. টেলর জেনকিন্স রিডের লেখা 'অ্যাটমোস্ফিয়ার'

৯. মেরি রোচের লেখা 'রিপ্লেসেবল ইউ'

১০. কিরণ দেশাইয়ের লেখা ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’  

Comments

    Please login to post comment. Login