তা্রা ছিল ৩ বন্ধু সারা দিন অনেক পরিশ্রম করে যখন বাড়ি ফিরে তখন ৩ টি কৈ মাছ নিয়ে রান্না করে । তাদের মধ্যে ১ বন্ধু ছিল একটু দুষ্টু টাইপের সে বলল ঐ তোরা থাম এই খাবার এখন খাওয়া যাবে না তখন বাকি দুই বন্ধু বলে আমরা সারা দিন কষ্ট করে বাড়িতে এসে রান্না করলাম এখন সবাই মিলে খাব ।আর তুই কিবলিস এখন খাওয়া যাবে না তখন ঐ দুষ্ট বন্ধু বলল খাবি কিন্তু এখন না পরে আমরা এখন সবাই ঘুমিয়ে পড়ব তাপর যে সব থেকে।,।।ভালো স্বপ্ন দেখবে সে এই কৈ মাছ গুলো সব খাবে । এই কথা শুনে তো ওরা খুব খুশি । বলল ঠিক আছে তাই হবে এই বলে তারা ঘুমিয়ে গেছে আর দুষ্টু বন্ধু ঘুমায় না সে ওঠে হাঁড়ির সব মাছ খেয়ে ঘুমিয়ে পরে তার পর বাকি দুই বন্ধু সকালে ঘুম থেকে উঠে দেখে দুষ্টু বন্ধু ঘুম থেকে উঠেনি আর হাঁড়িতে ও মাছ ওরা তো হয়ে ভয়ে অস্থির তখন ঐ বন্ধু কে ডেকে উঠায় বলে আরে বেটা ওঠে সর্বনাশ হয়ে গেছে হাঁড়িতে মাছ নেই তখন দুষ্ট বন্ধু বলে এই ব্যাপার মাছ তো আমিই খেয়ে ফেলেছি। এই কথা শুনে তো ২ বন্ধু রেগে আগুন বলে কি বলিস । তখন দুষ্টু বন্ধু বলে অবাক হবার কি আছে। আমি বলে ছিলাম না যে ভালো স্বপ্ন দেখবে সেই মাছ খাবে ।তখন তারা বলে তাহলে তুই কি ভালো স্বপ্ন দেখছিস সে বলে আমি একটু ঘুমানোর পরেও স্বপ্ন দেখি আমি কৈ মাছ খাচ্ছি। বাকিটা ইতিহাস।