জীবন মাঝে মধ্যে থমকে দাঁড়িয়ে বলে আমাকে দিয়ে কিছু হবেনা, আমি অলস প্রকৃতির,আমার নেই কোন টাকা, নেই কোন ভালো একটি বাড়ি, নেই কোন সার্পোট পাবার মতো পাশে একজন মানুষ। সবকিছুই যেন থমকে দাঁড়িয়ে আছে। এই থমকে দাঁড়িয়ে থাকার মধ্যে আমি হঠাৎ একদিন ভাবতে থাকলাম এই আমি তো ভালোই আছি। আমি তো প্রতিদিন কিছু খেয়ে বেঁচে আছি কিন্তু রাস্তার পাশে বাবা হারা মা হারা অসহায় শিশুটি খুধার যন্ত্রনায় কাতর হয়ে ঘুরে বেড়ায় তাদের কি অবস্থা। এই ভেবে আকাশ ছোয়া ভালোবাসা তাদের জন্য রিদয়ে গভীরভাবে ভালোবাসা জাগিয়ে বলে তুমিই তাদের কাছে স্বপ্নের একজন❤️❤️