৷।।। বড়।।। আমার ভাবতে কষ্ট হয় যে এক মায়ের সন্তান হয়ে
কি ভাবে ভাইকে মারতে পারে তাও আবার সামান্য জমির জন্য।
।।ছোট।।। তোমার কাছে সামান্য হলেও আমার কাছে অনেক। বাবার জমানো টাকা সব নিয়েছেন, শুধু কি তাই
ভালো ভালো জমি গুলো বেচে নিয়েছেন
।।।বড়, ।।। আমি জানি সে সময় ও দিনের কথা, কত কষ্ট করে তোকে বড় করলাম, তার ফল আজকে পাচ্ছি।
পুরুষ বিয়ের পর বদলে যায় কোন জানেন, নাড়ি সম্পদ ও বেশি টাকা হলে, এগুলো পরিবার ভাংগোন হাতিয়ার।
।।।বড়।।রহিম তুমি যখন ছোট ছিলে, তখন মা মৃত্যু বরন করে। তখন আমার বয়স ছিল ২০ বছর আর তোরার বয়স ছিল তিন বছর। সে সময় বাবা আমার সম্বন্ধে বিয়ে ঠিক করে, তখন থেকে বড় করেছে তোমার বড় ভাভি
তাকেই গালা গালি করলে রহিম, বাবার মৃত্যু তিন মাস না
হতেই কি শুরু করলে রহিম।
।।।ছোট।। ভাই তুমি, কি করেছো তা আমি শুনতে চাইনি।
যা কিছু আছে সব সমান করে ভাগ করে দিবে।
#আমরা কাউকে সম্মান ও মূল্য দিতে জানি না,
আসুন নিচে ভালো থাকি অন্যকে ভালো রাখে
গুডবাই