Posts

গল্প

চোরের লুংগী

November 15, 2025

Hola Mota

Original Author লাবীবা ইসলাম

22
View

এক গ্রামে এক লোক বাস করত । আশেপাশে যখন যেখানে কোন বিচার শালিসের খবর শুনলেই লোক টি সেখানে চলে যেত কিন্তু কেউ কোন দিন তাকে বসার জন্য কোন চেয়ার দেয় নি এটাই ছিল তার মনের কষ্ট। একদিন বিচার শেষে বাড়ি ফিরে তার বৌকে বলল যানো আজকে ও আমাকে কেউ বসতে বলে নাই তার বৌ বলে । তোমাকে বসতেবলবে কেন তুমি যেমন তেমন কাপড় পরে চলে যাও । তুমি চেয়ার ম্যানের মতো দামি কোট প্যান্ট পরে যেতে পার না তখন লোক টি বলে তুমি ঠিকই বলেছ আমি আজকেই শহরে গিয়ে কোট প্যান্ট কিনে আনব। ।যেই কথা সেই কাজ সে তার জমানো টাকা দিয়ে একটা কোট প্যান্ট কিনে নিয়ে আসে । তার পর যখন সে বাড়ি ফেরার পথে তার গ্যামের এক লোকের সাথে দেখা হলো লোকটি তার পোশাক সমন্ধে সবকিছু জানতো । তখন সে মতলব করল যে সে তার পোশাক চুরি করবে আর তাকে কোন বিচারে গিয়ে চেয়ারে বসতে দিবে না । তার পর রাতের বেলা ঐ চোর টি ঘরে ঢুকে আর ঘরে ঢুকে দেখল লোকটা তার কোট পরে শুয়ে ছিলো।চোরটি অনেক কষ্ট করে কোটের এক হাত খুলে আরেক হাত খোলার সময় লোকটির ঘুম ভেঙ্গে গেল আর বুঝতে পারলো যে চোর টি তার কোট চুরি করতে এসেছে তখন সে ঘুমের ভান করে শক্ত হয়ে শুয়ে রইলো চোর টি আর তার কোট খুলতে পারলো না তখন সে ভাবে।কোট নিতে না পারলে ও কিছু একটা অবশ্যই নিয়ে যাব। তার পর ঘরে সব কিছু খুঁজে খুঁজে কিছু চাউল পেল। তখন সে তার লু্ঙ্গির নিচের কিছু অংশ খাটের উপর রেখে সেখানে কিছু চাউল রাখে তখন লোক টি চোরের লুঙ্গি টেনে ধরে । এইভাবে তারা লুঙ্গি টানাটানি করতে লাগলো অবশেষে চোর টি তার লুঙ্গি খুলে পালিয়ে যায়।আর ঐ লোক টি তার কোট প্যান্ট পরে যখন বিচার শালিস শুনতে যায় তখন চেয়ার ম্যানের মতো সেও চেয়ারে বসতে পারে।                        ধন্যবাদ 

Comments

    Please login to post comment. Login